পিবিএ ডেস্কঃ ঘোষিত ফিফার সর্বশেষ আজ শুক্রবার র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ৫ ধাপ এগিয়ে বাংলাদেশ বর্তমানে আছে ১৮৩তম পজিশনে। অন্যদিকে লাওস ১৮৪ থেকে ৪ ধাপ নিচে নেমে এখন ১৮৮তম পজিশনে আছে।
লাওসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচ জিতে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় ফুটবল দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে । সেই সঙ্গে এবার দারুণ সুখবর পেয়েছে তারা।
এশিয়ার ৪৬টি দেশের মধ্যে আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১। তবে এখন বাংলাদেশ উঠে এসেছে ৩৮ নম্বরে। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে আছে ইরান। র্যাঙ্কিংয়ে তারা ২০তম পজিশনে রয়েছে।
পিবিএ/এমএস