পশুকেও এভাবে মারে না

পিবিএ ডেস্কঃ ডায়াপার আর জামা-কাপড় পরানোর সময় এক বছরের শিশুকে পেটানোর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। তবে ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ আটক করেছে ওই নারীকে।

ভিডিওতে দেখা যাচ্ছে, জামা পরানোর জন্য বাচ্চাটিকে শোয়ালেন ওই নারী। তার পর জামা পরানোর পাশাপাশিই চলছে মারধর। জামা পরাতে পরাতেই বাচ্চাটির পেটে এক ঘুষি মারলেন ওই নারী। মার খেয়ে কেঁদেই চলেছে সেই বাচ্চাটি। কিন্তু ওই নারীর কোনো বিকার নেই। কান্না থামাতে আরো কয়েক ঘাঁ বসিয়ে দিলেন তিনি।

বাচ্চাকে মারধরের ধরন দেখে রেগে আগুন নেটিজেনরা। অনেকেই বলছেন, পশুকেও এভাবে মারে না। এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে ব্যক্তি এই ভিডিও করেছেন তাকে নিয়েও। তিনি কেন ওই নারীকে নিরস্ত করলেন না সেই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...