যে কারনে তুরিন আফরোজের বিরুদ্ধে ছোট ভাইয়ের জিডি

পিবিএ,ঢাকা: উত্তরা পশ্চিম থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ফের সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তার আপন ছোট ভাই শাহনওয়াজ আহমেদ শিশির। তুরিন আফরোজ তার ভাই ও মাকে বাড়িতে উঠতে না দেয়ার কারণে তার ছোট ভাই থানায় যেয়ে জিডিটি করেন।

শুক্রবার (১৪ জুন) উত্তরা পশ্চিম থানায় শিশির এ জিডি করেন। জিডি নম্বর- ৭৩৮, ১৪ জুন। এর আগেও, ২০১৭ সালের ১৯ নভেম্বর থানায় তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি করছিলেন তিনি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) কাজী আবুল কালাম বলেন, তুরিন আফরোজের ছোট ভাই থানায় এসে বলেন আমার বোন আমাকে ও আমার মাকে বাসায় উঠতে দিচ্ছে না। জায়গা-জমি নিয়ে ঝামেলা। এমতবস্থায় তিনি থানায় একটি জিডি করেছেন।

জানা যায়, এর আগে গত ১ জানুয়ারি ঢাকার প্রথম যুগ্ম জজ আদালতে বাড়ি দখলের অভিযোগে তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ছোট ভাই শাহনওয়াজ আহমেদ শিশির।

মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২ মার্চ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মা শামসুন নাহার এবং অন্য ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেন তুরিন আফরোজ। নিজেকে বাড়ির মালিক দাবি করে তুরিন বাড়ি ও জমির দলিলপত্রও দখলে নিয়ে নেন বলে অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলার অভিযোগে আরও বলা হয়, ভাই শিশির সম্পত্তিতে আসতে চাইলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হবে বলেও মাকে হুমকি দেন বিবাদি তুরিন আফরোজ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...