প্রসেনজিতের বউ অর্পিতা ফিরছেন পর্দায়

পিবিএ ডেস্ক: একটা সময় নিয়মিতই চলচ্চিত্রে অভিনয় করতেন। জুটি হয়ে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্বাশত চট্টোপাধ্যায়সহ অনেকের সঙ্গে। তাকে দেখা গেছে বাংলাদেশের নায়ক ফেরদৌসের বিপরীতেও। তিনি মোহনীয় হাসির অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। প্রসেনজিতের সঙ্গে বিয়ের পর সংসারে মন দিয়েছেন। অভিনয়টা তখন শখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো চিত্রনাট্য হাতে এলে তবেই কাজ করেন।

সেই ধারাবাহিকতায় বেশ লম্বা একটা বিরতির পর নতুন কাজে শোনা যাচ্ছে অর্পিতার নাম। ইংরেজি রহস্য সাহিত্যে আগাথা ক্রিস্টির মিস. মার্পল যেমন জনপ্রিয় নারী গোয়েন্দা বাংলায় তেমনি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি। সেই মিতিন মাসির চরিত্রেই হাজির হবে লাস্যময়ী অর্পিতা।

পরমব্রত চট্টোপাধ্যায় মিতিন মাসির উপর নির্মাণ করছেন ওয়েব সিরিজ। তারই মুখ্য চরিত্রে থাকতে পারেন অর্পিতা চট্টোপাধ্যায়। অর্পিতা এখনও চুক্তিতে সই করেননি বলেই জানা গেছে। তবে প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ তিনিই। অর্পিতাও চরিত্রটি নিয়ে বেশ আগ্রহী বলেই জানা গেছে। শিগগিরই হয়তো এই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...