জনগণের উপকারে আসবে না দাবি করে বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম

পিবিএ,ঢাকা: প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট ‘অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত’ হয়েছে এবং জনগণের কোন উপকারে আসবে না দাবি করে এ বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম।
শনিবার (১৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়া জানাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করে গণফোরাম।
দলটির সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত, বাজেট যাতে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলায় কোনো ধরনের চেষ্টা নেই। তাই এবারের বাজেটকে আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।
সংবাদ সম্মেলনে দলটির সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত, বাজেট যাতে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলায় কোনো ধরনের চেষ্টা নেই। তাই এবারের বাজেটকে আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্মাদক রেজা কিবরিয়া বলেন, এই বাজেট জনগণের বাজেট নয়, এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট। এই বাজেটে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলার কোনো চেষ্টা নেই।

এছাড়া বাজেটটি যারা প্রণয়ন করেছে দেশের ভবিষ্যত নিয়ে তাদের কোনো চিন্তা নেই উল্লেখ করে তিনি বলেন, এই বাজেটে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র ও বেকারত্বের মতো সমস্যা মোকাবিলার কোনো উদ্যোগ নেই। এই বাজেটে দেশের জণগণের স্বার্থহানী ঘটেছে।

এছাড়া তিনি বলেন, ‘বর্তমানে দেশে যারা লুটেপুটে খাচ্ছে এবং যারা অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করছে বাজেটটি তাদের সুবিধার জন্য করা হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যেখানে বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরই প্রেক্ষিতে গণফোরামের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...