কোম্পানীগঞ্জে দোকানঘরে অগ্নিসংযোগ

পিবিএ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী: শনিবার(১৫ই জুন) গভির রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের বি এম কলেজ সংলগ্ন চৌরাস্তায় এই ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্ত দোকানঘরের মালিক চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমিন উল্যাহর পুত্র আব্দুল মান্নান। বি এম কলেজ সংলগ্ন চৌরাস্তায় তার টিনশেড দোকানঘরটি অবস্থিত। কে বা কাহারা তার দোকান ঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের কারণে দোকানঘরের তিনটি কক্ষই ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে অভিযোগ করে দোকান ঘরের মালিক আব্দুল মান্নান জানান, “১০ বছর আগে থেকেই আমাদের সাথে স্থানীয় শাহ আলম বেপারীর সাথে দোকানের জায়গাটি নিয়ে বিরোধ চলছে। এ ব্যাপরে আদালতে মামলাও হয়েছিলো। শত্রুতার জেরে তাদের কেউ অগ্নিসংযোগ করিয়েছে।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এবং এই ব্যপার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

পিবিএ/আরইউ/হক

আরও পড়ুন...