পিবিএ.নরসিংদী: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার রেশ কাটতে না কাটতেই এবার নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামের তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বিকালে দগ্ধ ফুলন বর্মণের বাবা যোগেন্দ্র বর্মণ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দুইজনকে অজ্ঞাতনামা আসামীসহ আরও আসামী থাকতে পারে বলে উল্লেখ করা হয়। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্র ধরে, রায়পুরা উপজেলার পৌর শহর থেকে ননী গোপাল এর ছেলে সঞ্জিব ও নারায়ণগঞ্জ থেকে সোহান নামে এক যুবক জিজ্ঞসাবাদের জন্য আটক করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার। ইতিমধ্যে সঞ্জিব ও সোহান নামেব দুই যুবকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ পিবিএকে জানান, ‘মেয়েটি বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে মোবাইল রিচার্জ শেষে বাড়ি ফেরার পথে দাহ্য পদার্থ দিয়ে কে বা কারা তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি কেরোসিন বোতল, দিয়াশলাই বক্স, ওড়না, চুলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ সহ বিভিন্ন বাহিনী এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে এবং জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, দ্রুতই আইনের আওতায় আনা হবে। এবং সন্দেহবাজন সঞ্জিব ও সোহান দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পিবিএ/কেএইচ/হক