পিবিএ, ধামরাই, ঢাকা: প্রায় সব ধরনের মাদকের দাবানলে জ্বলে উঠেছে ধামরাই । ইয়াবা, গাঁজা , হেরোইন, মদ ফেনসিডিল সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য কেনা বেচা চলছে নির্বিঘ্নে ধামরাই উপজেলায় । এ,সব মাদক দ্রব্য দমনে প্রশাসনের কোন নজর নেই । বরং প্রশাসনের সহযোগীতায় ধামরাইয়ের বিভিন্ন স্থানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলার শুশীল সমাজ ।
জানা যায়, ধামরাই উপজেলার ১৬ টি ইউ পি ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্যে সয়লাব হলেও মরণ নেশা প্রতিরোধে তেমন কোন মাথা ব্যাথা নেই স্থানীয় পুলিশ প্রশাসনের । হাত বাড়ালেই যে কোন মাদকদ্রব্যে খুব সহজেই পাওয়া যাচ্ছে অহরহ । মনে হয় ধামরাই উপজেলা এখন মাদকের হাটে পরিনত হয়েছে । বিভিন্ন স্পটের মাদক দ্রব্যের ভয়াবহতা এমন রুপ নিয়েছে যে , প্রতিরোধ ও দমনকারী পুলিশ প্রশাসন যেন অকেজো ও নিয়ন্ত্রন হয়ে পড়েছে ।
এর মধ্যে বালিথা- বাথুলী এলাকায় মানিক , মিজান , নান্নারের সেগন , কুটির চরের সাবজাল ওরফে মাতাব্বর , অজুর্ন নালাই গ্রামের রুবেল , ফিরোজ , রুমা বেগম , জলসিং গ্রামে ভাংগারি ব্যবসায়ী কুটি শোলধন গ্রামের নেংরা বাচ্চু ও ধাইরে গ্রামে আরশেদ আলীর মাদকের স্পটের চিএ চরম ভয়াবহ । ধামরাইয়ে প্রায় অর্ধ শতাধিক স্পটে মাদকসেবী, মাদক বিক্রেতাদের অভয়াশ্রমে পরিনত হয়েছে ।
ধামরাইয়ে প্রশাসনের যোগসাজশে ওই সকল মাদক স্পটে মাদক ব্যাবসায়ীরা বীরদর্পে ব্যাবসা চালিয়ে যাচ্ছে । এ সকল মাদক স্পট থেকে নিয়মিত মাসোহারা নিচ্ছে কিছু পুলিশের অসাধু কর্মকতা ও কর্মচারীরা । পৌরসভাসহ এর আশে পাশের এলাকায় ফেনসিডিল ,হেরোইন , ইয়াবা, মদ ,রেকটি ফাইট স্পিরিট বিক্রি হচ্ছে যএতএ । ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে নানা কৌশলে ধামরাইতে ঢুকছে মাদক দ্রব্যে । মাদকের ভয়াল থাবায় ধংস হয়ে যাচ্ছে উপজেলার যুব সমাজ । অবিভাবক ও শুশীল সমাজের দাবী অবিলম্বে মাদক দ্রব্যে বিক্রি বন্ধের জন্য প্রশাসনের উধৃতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ।
পিবিএ/এএইচ/হক