পিবিএ ডেস্ক: আগামীকাল রবিবার ম্যাঞ্চেস্টারে পাকিস্তান ও ভারতের মধ্যে হবে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের মধ্যে খেলার সময় সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের বিজ্ঞাপন রেট নির্ধারণ করা হয়েছে সেকেন্ডে তিন লাখ টাকা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এতো বিশাল রেটের পরও বিজ্ঞাপনদাতাদের ভিড়। কেউই এই মঞ্চে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ ছাড়তে চায় না। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন যেসব বিজ্ঞাপন দেখানো হবে সেসব ৫০ শতাংশ বেশি দামে বিক্রিও করে ফেলেছে চ্যানেলটি। এই ম্যাচে শুধু বিজ্ঞাপন থেকেই ১৬৭ কোটি টাকা কোটি আয়ের হিসেব কষেছে স্টার স্পোর্টস।
তবে আশঙ্কার বিষয় ম্যানচেস্টারের আকাশ ম্যাচের আগের দিন ছিল মেঘলা। আর সে কারণেই এই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শেষ পর্যন্ত বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে স্টার স্পোর্টসের ক্ষতি হবে ১৬৭ কোটি টাকা।
ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর, পণ্ড হওয়া প্রথম তিন ম্যাচেই প্রায় ২২০ কোটি টাকা ক্ষতিপুরণ গুনতে হয়েছে। টাকা স্টেকহোল্ডারদের হাতে তুলে দিতে হয়েছে বিমা প্রতিষ্ঠানগুলোকে। সর্বোচ্চ আর্থিক ক্ষতি হয়েছে বিশ্বকাপের সম্প্রচারক চ্যানেল স্টার স্পোর্টসের। ইনসাইড স্পোর্টস-এর তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতে প্রায় ১৭০ কোটি টাকা লোকসান হয়েছে তাদের।
পিবিএ/এএইচ