পিবিএ,ঢাকা: ‘সবার জন্য সর্বত্র নিরাপদ পানি ‘এই স্লোগানকে সামনে রেখে ১৫ জুন শনিবার বাংলাদেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ গ্লোবাল ড্যান্স ২০১৯।
এ বছর সারা বিশ্বের ১৭০ টি স্থানে একই দিনে এ ডেন্স অনুষ্ঠিত হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশ এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ট্রি’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার বিকেল ৩ টায় ঢাকার অদূরে আশুলিয়ার নমাল পাল পাড়া সংলগ্ন কাকরান গুদারা ঘাটে আয়োজিত উক্ত অনুষ্ঠানে পাটালি ইউনিয়নের চেয়ারম্যান, ওয়াটার এইড এর ডিরেক্টর ইমরান হাসান,গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সিনিয়র শিক্ষক ড. ফুয়াদ হোসেন, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শহীদ মল্লিক, সুজন মিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ,স্থানীয় জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা- কর্মচারীদের পরিবেশনায় সচেতনতামূলক কোরিওগ্রাফিক নৃত্য পরিবেশিত হয়।
উল্লেখ্য, পানির নিরাপদ ব্যবহার, সংরক্ষণ, দূষণ রোধ, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো সহ বিভিন্ন বিষয়ে জনসাধারণের সচেতনতার লক্ষ্যে গ্লোবাল ওয়াটার ডেন্স প্রতি বছর এই কর্মসূচি পালন করে আরছে।
পিবিএ/আরএইচ/হক