পিবিএ,ডেস্ক: নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী রামদাস আটাওয়ালে শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে (৪৮) বিয়ে করার পরামর্শ দিয়েছেন। তার মতে বিয়ে করলে ‘শক্তিশালী’ হবেন রাহুল। রামদাস বলেন, রাহুল গান্ধীর বিয়ে করা উচিত। বিয়ের পর তিনি আরও শক্তিশালী হবেন। রাহুল গান্ধী আমার বন্ধু। নির্বাচনের সময়ে সে কঠোর পরিশ্রম করেছে।
২০১৪ সালের মতো এ বছর ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে কংগ্রেসের। টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে বিজেপি। নিজের আসন আমেথিতেও হেরে গেছেন রাহুল। অবশ্য দক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড়ে তিনি জয় পেয়েছেন। এ বছর কংগ্রেস ৫২টি আসনে জয় পেয়েছে। গত নির্বাচনের চেয়ে এবার আটটি আসনে বেশি জয় পেয়েছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এ রাজনৈতিক দলটি।
২০১৭ সালে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেন রাহুল। নির্বাচনে ভরাডুবির পর গত ২৫ মে দলের ওয়ার্কিং কমিটিতে পদত্যাগ করার প্রস্তাব দেন তিনি। সে প্রস্তাব প্রত্যাখান করেছে কমিটি।
পিবিএ/বাখ