রংপুরে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের মানবন্ধন

পিবিএ,রংপুর: সারের বাফার গোডাউন ৮ উপজেলার মধ্যবর্তী স্থানে নির্মানের দাবীতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ও কৃষকরা মানবন্ধন করেছে। ১৬ জুন(রবিবার) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিতহয়।

এ সময় বক্তব্য রাখেন, রংপুর জেলা ফার্টিলাইজার অ্যাসোমিয়েশন সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম মিয়া, সাধারন সম্পাদক মোতাহার হোসেনমওলা,যুগ্ম সাধারন সম্পাদকনুর মোহাম্মদ মোস্তাক, আলহাজ্ব মাহফুজার রহমানসহ অনেকেই। এছাড়াও ৮ উপজেলা থেকে আগত ডিলাররা উপস্থিত ছিলেন। এ সময় বক্তরাবলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষিপণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত সার কৃষক পর্যায়ে সহজে কৃষকের ঘরে পৌঁছেদিতে বদ্ধ পরিকর। আর সেখানে

কৃষক ও ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি করতে রংপুর জেলা শহর থেকে ৫০ গজ দুওে একটি কুচক্রি মহল সারের বাফার গোডাউন স্থাপনের ষড়যন্ত্র করছে। এতে করে প্রত্যেক উপজেলার সার ব্যবসায়ীরা দ্রুত কৃষকের হাতে সার পৌঁছে দিতে এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়াসহ নানা সমস্যায় পড়তে হবে। এই সম্যাসা থেকে উত্তরণের জন্য ৮ উপজেলার মধ্যবর্তীস্থানে সারের বাফার গোডাউন স্থাপন করার আহবান জানান। তা নাহলে কৃষককে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা এই সারের গোডাউন স্থাপনকরার দাবী জানান।

আমরা ইতিমধ্যে ডিসি সাহেবকে বিষয়টি অবগত করে একটি স্বারকলিপি দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন,আমি বিষয়টি নিয়ে উপরেলিখবো। যদি তারা এই স্থান পরিবর্তনে ডিসিশন নেয় তাহলে অবশ্যাই সম্ভব হবে। তা নাহলে আমার হাতে এটি নেই।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...