পিবিএ ডেস্ক: ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো মাতামাতি রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। মাতামাতির কমতি নেই বিনোদন জগতের তারকাদের মধ্যেও। তাদেরই একজন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। যিনি বাংলাদেশ দলের খেলা দেখতে না পেরে রীতিমতো হতাশা ব্যক্ত করেছেন। শ্রীলংকার বিপক্ষে মাশরাফিদের যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই অভিনেত্রী লিখেন, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ম্যাচটি ছাড়াও এবার অনেকগুলো খেলা পরিত্যক্ত হয়েছে। যেগুলো বেশ জমজমাট হতো। সামনের খেলাগুলোও জমজমাট হবে। কিন্তু কাজের ব্যস্ততায় খেলাগুলো দেখা হবে কি না জানি না। কারণ সামনে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। সেখানে আমিও প্রার্থী।
ঊর্মিলা আরও লিখেন, ‘অভিনয় ও নির্বাচন নিয়ে যত ব্যস্ততাই থাকুক, বাংলাদেশ দলের খেলা দেখার অপেক্ষায় আছি। এবার দল নিয়ে অনেক প্রত্যাশা। যদিও বাংলাদেশ এখন যে অবস্থানে রয়েছে সেই জায়গা থেকে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার বিষয়টি হয়তো বড় একটি চ্যালেঞ্জ। তারপরও সব সময় টাইগারদের সঙ্গেই আছি।
ঈদের আগে নাটকের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঊর্মিলা। এখন ব্যস্ততা অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের। প্রথমবারের মতো এই নির্বাচনে লড়ছেন তিনি। বর্তমানে বৈশাখী টেলিভিশনে চলছে তার ধারাবাহিক ‘শান্তিপুরীতে অশান্তি’। সেখানে তিনি একজন দজ্জাল স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। যেখানে স্বামীকে হাতের মুঠোয় রাখতে প্রয়োজনীয় সবকিছুই করেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।
পিবিএ/বিএইচ