যে কারণে কঙ্গনা মাফিয়াদের থাপ্পড় দিলেন

পিবিএ ডেস্ক: ঠোঁটকাটা হিসেবে পরিচিতি তাঁর। সফলতা কিংবা বিফলতা কথায় ছাড়েন না কাউকে। এবার তিনি থাপ্পড় লাগালেন বলিউডের সিনেমা মাফিয়াদের গালে। তবে সরাসরি নয়, সিনেমার সফলতা দিয়ে তিনি এই থাপ্পড় মারলেন। সম্প্রতি বুসান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে ছবিটি। পরিচালনা, অভিনয়, বক্স অফিস সফলতার পর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে বলিউড সিনেমা মাফিয়াদের গালে থাপ্পড় মারার সমানই দেখেন বলিউড এই অভিনেত্রী।

অভিনেত্রী হিসেবে তিনি দারুণ। তাঁর প্রমাণ দিয়েছেন কুইনসহ বেশ কটি ছবিতে। আর মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও দেখা গেল ছবিটিতে।

আর বক্স অফিসে ছবিটি চলছে ধুন্ধুমার। কিন্তু বলিউডের বড় বড় প্রযোজক ও পরিচালক ছবিটি নিয়ে তেমন আলোচনা করেননি। কঙ্গনার ভাষ্য, গালি বয় খুব একটা নাম করতে না পারলেও এটি বলিউডের শক্তিশালী প্রযোজকদের ছবি ও তারকাসন্তান থাকার কারণে বেশ আলোচিত হয়েছে। অথচ কঙ্গনার মণিকর্নিকা নিয়ে তাঁরা নাক সিটকেছেন। কিন্তু দেশি বক্স অফিসে ঝড় তুলে এবার মণিকর্নিকা যাচ্ছে আন্তর্জাতিক দর্শকের জন্যও। তাই বলিউডের এসব মাফিয়ার জন্য এটিকে থাপ্পড় হিসেবে বললেন কঙ্গনা রনৌত। টাইমস অব ইন্ডিয়া

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...