পটুয়াখালীতে শিক্ষার্থীর আত্মহত্যা

পিবিএ, কলাপাড়া,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাবা মায়ের সাথে অভিমান করে এসএসসি উর্ত্তীন রনি ব্যাপারী (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার মহিপুর থানার মৎস্যবন্দর আলীপুর এলাকার নাইউরি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে মর্গে প্রেরন করেছে।

julonto-hang-las-uddhar-PBA

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আলীপুর বন্দরের ওয়ার্কসপ ব্যবসায়ী রিপন ব্যাপারী দম্পত্তির একমাত্র সন্তান রনি। সে মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাস করে। রবিবার বিকেল তিনটার দিকে নিজ বাড়ীতে শোবার ঘরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রনির মা ফ্যাঁনের সাথে ঝুলতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে রনিকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে।
কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, রনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। তার গলায় ফঁসের চিহ্ন পাওয়া গেছে।

মহিপুর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন পিবিএ’কে জানান, লাশের সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/ইউএইচ/হক

আরও পড়ুন...