পিবিএ,ডেস্ক: ওমান সাগরে দু’টি ট্যাংকারে নাশকতায় যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। তিনি বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াতে চায়।
রবিবার সংসদে লারিজানি বলেন, ‘হামলা চালিয়ে অন্যের ওপর দোষ চাপানোর রেকর্ড রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এ ধরণের অনেক পদক্ষেপ নিয়েছে। বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের কাছাকাছি এলাকায় নিজেদের জাহাজগুলোতে হামলা চালিয়ে এর দায় জাপানের ওপর চাপিয়ে দিয়েছিল যাতে জাপানের সঙ্গে তাদের শত্রুতাকে যৌক্তিক হিসেবে তুলে ধরা যায়।’ তিনি আরও বলেন, ওমান সাগরে বৃহস্পতিবারের ঘটনাও এ ধরণেরই একটি মার্কিন তৎপরতা হতে পারে। এ কাজ করা হতে পারে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিপূরক হিসেবে। ইরানের সংসদ স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র এখন একটি বেহায়া রাজনৈতিক চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে যারা আগ-পিছ হিসাব না করে কথা বলেন।
এছাড়া লারিজানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সমালোচনা করেন। অন্যদিকে এর আগে ওমান সাগরে দু’টি ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সৌদি আরবের পক্ষ থেকেও একই অভিযোগ দাবি করা হয়।
পিবিএ/বাখ