পিবিএ,ডেস্ক: রাশিয়ার সহযোগিতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমানোর জন্য কাজ করে যাচ্ছে জাপান। রাশিয়া এবং জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে টোকিও এই তথ্য জানিয়েছে বলে জাপানের গণমাধ্যম এনএইচকের রিপোর্টে বলা হয়েছে। আগামি মঙ্গলবার ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শনজো আবের মধ্যকার বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে । ঐতিহাসিকভাবেই জাপান এবং ইরান খুবই ভালো বন্ধুত্বপূর্ণ দেশ। জাপানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, জাপানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বর্তমানের এই উত্তেজনাকে কমিয়ে আনা। এবং এই বিষয়ে রাশিয়া খুবিই ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি।
পিবিএ/বাখ