পাকিস্তানে ক্রিকেট দর্শকদের হতাশার আরো একটি দিন

পিবিএ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে নিজ দলের করুণ অবস্থা দেখে দেশের ভিতর ও বাহিরের পাকিস্তানি দর্শকদের হতাশার চিত্র ফুটে উঠেছে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম গুলোতে।

অনেকে নিজ দেশের হতাশাজনক পারফর্মেন্স দেখে কৌতুকও করেছেন। এক সাংবাদিক লিখেছেন, এই বৃষ্টি কিছুই করেনি কিন্তু আমাদের হতাশা ধুয়ে দিয়েছে।

টুইটারে একজন একটি ছবি পোষ্ট দিয়ে লিখেছেন, এটা চোখের অশ্রু,কেউ বৃষ্টি মনে করে ভুল করবেন না।

একজন এক গৃহবধুর ক্রিকেট খেলার ছবি পোষ্ট করে লিখেছেন , ওপেনার হিসেবে আমাদের ইমামুল হকের চেয়ে অনেক ভালো করবে সে।

উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান কখনো ভারতকে হারাতে পারেনি। গতকাল বিশ্বকাপ ম্যাচে ভারতের কাছে পাকিস্তানকে নাস্তানাবোধ হতে দেখেছে ক্রিকেট বিশ্ব।

পিবিএ/বাখ

 

আরও পড়ুন...