পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নিজের শিশু সন্তানকে গলা কেঁটে হত্যা করেছে পাষন্ড মা। সোমবার (১৭জুন) সকালে জেলার আলমডাঙ্গা উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে প্রতিবেশীদের দাবি ওই নারী অনেক আগে থেকেই মানসিক ভারসাম্যহীন।
স্থানীয়রা জানায়,উপজেলার সনাতনপুর গ্রামের মামুন আর রশীদের স্ত্রী শামীমা খাতুন (৩২) তিন সন্তানের জননী। তিন সন্তানের মধ্যে সবার ছোট ২ বছরের শিশু স্নেহা। সোমবার (১৭জুন) সকালে শামীমা হটাৎ তার শিশু সন্তানকে ঘুম থেকে তুলে রান্নাঘরে নিয়ে সবজ্বী কাঁটা ধারালো বটি দিয়ে গলা কেঁটে হত্যা করে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় এলাকাবাসীরা থানায় ফোন দিয়ে ঘটনার বিষয় জানালে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শিশু স্নেহার গলা কাঁটা লাশ উদ্ধার করে। এ সময় স্নেহার মা শামীমাকে আটক করে পুলিশ।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্নেহার মা শামীমাকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগেও সে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করলে মূল ঘটনা বেড়িয়ে আসবে।
পিবিএ/টিটি/আরআই