জয়ের বিকল্প দেখছি না : হোল্ডার

পিবিএ স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ৯ ম্যাচের ৭টিতেই হার দেখেছে ক্যারিবীয়রা। পরিসংখ্যান নিজেই যখন ক্যারিবীয়দের হয়ে কথা বলছে না, তখন ‘আন্ডারডগ’ তকমায় কিছুই মনে করছেন না দলটির অধিনায়ক জেসন হোল্ডার।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হোল্ডার স্পষ্ট করেই বললেন, ‘আপনারা যদি আমাদের আন্ডারডগ তালিকায় ফেলে দেন, তাহলে তা অন্যায় কিছু না। সম্প্রতি ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি। তাতে ওরা আমাদের চেয়ে সেরাই ছিল।’ তবে বিশ্বকাপ হওয়ায় পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন ক্যারিবীয় অধিনায়ক, ‘আমি আগেও বলেছি এটা ভিন্ন মঞ্চ। এই ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা সেই লক্ষ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে শুরুটা করলেও পরের ম্যাচগুলোতে সব কিছু মনমতো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার কাছে লড়াকু মানসিকতা দেখিয়েও হার দেখতে হয়েছে, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। আবার ইংল্যান্ডের কাছে হেরে গেছে বাজেভাবে। এমন অবস্থায় জয়ের বিকল্প দেখছেন না হোল্ডার, ‘আমি মনে করি না কোনও দলের বিপক্ষে খেলাটা সহজ কিছু। তবে আমরা পারবো, এই মুহূর্তে পাঁচটি ম্যাচ এখনও হাতে আছে। সে হিসেবে বল আমাদের কোর্টেই। যেটা প্রয়োজন সেটা হলো ধারাবাহিকতা। একই সঙ্গে মোমেন্টাম ধরে রাখার মঞ্চ এটাই।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...