ঘুমের ঔষধ খাইয়ে সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা মায়ের

পিবিএ, ঢামেক: রাজধানীর মুগদা মানিকনগরে রোজা ফারদিন নামের সাড়ে তিন বছরের সন্তানকে আইসক্রিম এর সাথে ঘুমের ঔষধ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার মায়ের বিরুদ্ধ। শিশুটির মা রোকসানা আক্তার রুমি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার দিন গত রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাদেরকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোজা কে মৃত ঘোষণা করে। খবর পেয়ে মুগদা থানা পুলিশ মুগদা হাসপাতাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়।
মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) ফজল মাহমুদ জানান, রোকসানা আক্তার পরিবার নিয়ে মানিকনগর মিয়াজান গলির বাড়িতে ভাড়া থাকতো।
এসআই ফজল মাহমুদ জানান, গত রাত রোকসানা তার মেয়ে রোজা ফারদিনকে আইসক্রিম এর সাথে সিডিল জাতীয় ঘুমের ওষুধ খাওয়ায় এবং সে নিজেও খায়। এরপর আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রোজা মারা যায়। আর রোকসানা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত ১২থেকে সারে ১২টার মধ্যে শিশুটিকে ওষুধ খাওয়ায় এবং নিজেও পান করে।
শিশু রোজার চাচা মোঃ সোহেল জানায়, তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া এলাকায়। সে নিজে মালিবাগ এলাকায় থাকে। রোজার বাবা মঞ্জুর হাসান গত ১মাস আগে হৃদরোগো আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে মেয়েকে নিয়ে থাকতো রোকসানা।
তিনি আরো বলেন, কি কারনে সন্তানকে হত্যা করেছে বা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে এখনো জানতে পারিনি।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...