পিবিএ ডেস্ক: স্মার্টফোন যারা ব্যবহার করেন তাদের অনেকের অভিযোগ ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।তবে আমরা অনেকেই জানি না যে কীভাবে স্মার্টফোন চার্জ দিতে হয়। কারণ ফোন চার্জ দেয়ার নিয়ম আছে। নিয়ম মেনে চার্জ না দিলে ফোনের আয়ু কমতে থাকে।
সাধারণত ব্যাটারি যে কোম্পানির বা যে উপাদান দিয়েই তৈরি হোক না কেন, বানানোর দিন থেকে এর চার্জ ধারণক্ষমতা দিন দিন কমতে থাকে। তবে সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখতে পারবেন।
আসুন জেনে নেই স্মার্টফোনের চার্জ ধরে রাখার উপায়:
১. অনেকে রাতে ঘুমানোর আগে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে যান। ভুলেও এই কাজটি করবেন না।
২. স্মার্টফোনের চার্জ ধরে রাখার জন্য পর্দার ব্রাইটনেস কমিয়ে রাখুন।
৩. ভাইব্রেশন ফাংশন অতিরিক্ত ব্যাটারি শক্তি ব্যবহার করে থাকে। তাই অতি প্রয়োজন না হলে ভাইব্রেশন মোড বন্ধ করে রাখুন।
৪. স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি। কিছু অ্যাপস রয়েছে যা ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে। তাই এ ধরনের অ্যাপস ব্যবহার না করাই ভালো।
৫.মোবাইলে পুশ নোটিফিকেশন বন্ধ রাখুন। অনেক সময় দেখা যায়, ই-মেইল, ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে ‘পুশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা থাকে। প্রয়োজন না থাকলে বন্ধ রাখুন। এগুলো চার্জ কমায়।
৬.স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন। পরীক্ষা করে দেখা গেছে, ওয়াই-ফাই ব্যবহারের সময় অন্যান্য প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারের চেয়ে কম ব্যাটারি খরচ হয়।
পিবিএ/এমএসএম