আশরাফুল মিডিয়ার সামনে কঠিন এক সত্য ফাঁস করলেন – রেগে গিয়ে যা বললেন পাপন

পিবিএ ডেস্কঃ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ১টিতে জয়, ২টিতে হার ও বাকি ১টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাংলাদেশের সামনে আরো ৫টি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে ৫ ম্যাচের ৪টিতে জিততে হবে টাইগারদের।

তবে বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনাল খেলাকে কঠিন হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আর এর কারণ হিসেবে তিনি বাংলাদেশের বোলিং বিভাগ দেখিয়েছেন। বাংলাদেশের বোলিং বিভাগ দুর্বল হওয়ার কারণেই সেমিফাইনাল খেলা কঠিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দল অসাধারণ। যতগুলো বিশ্বকাপ খেলেছি, এটাই আমাদের সেরা দল। তবে বোলিংটা দুর্বল। অবশ্যই এটা আমাদের মানতে হবে। সে কারণে শীর্ষ চারে খেলাটা একটু কঠিন।

যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, এই উইকেটে আমাদের বোলারদের জন্য রান কম দেওয়া খুব কঠিন কাজ। আর আমাদের দলের ম্যানেজম্যান্টের ও কিছু অবহেলা আছে এই বোলিং বিষয়টা নিয়ে। তারা চাইলে আমাদের বোলিং লাইনটাকে আরো স্ট্রং করতে পারতো।

তবে এখানে পাপনের বক্তব্য ভিন্ন তিনি বলেন, আমরা কি করবো না করবো এটা আমাদের ম্যানেজম্যান্টের কাজ, এখানে বাহিরের কোন লোকের মন্তব্য করার সুযোগ ই নাই।

পিবিএ/এমএস

আরও পড়ুন...