পিবিএ: লণ্ডন থেকে ফিরেই নায়িকা বুবলী পরিচালক জাকির হোসেন রাজুর ২১তম ছবি মনের মতো মানুষ পাইলাম না ছবিটির শুটিং শুরু করেছেন।
বুবলী পিবিএ’কে জানান, ১৪ জুন রাতে তিনি লণ্ডন থেকে ফিরেছেন। পরদিন থেকেই এ ছবির কাজ শুরু করেছেন। এই ছবিটিতেও যথারীতি তার বিপরীতে রয়েছেন শাকিব খান। জাকির হোসেন রাজুর এই ছবিটিতে তিনি একজন সমাজকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। এর আগে তার পাসওয়ার্ড ছবিটি মুক্তি পেয়েছে। সে ছবিটিতে তিনি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন। ডাক্তার, সমাজকর্মী থেকে নানা বিচিত্র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বুবলীকে।
বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা মাইয়া নোয়াখাইল্যা পোয়া, সুপার হিরো এবং ক্যাপ্টেন খান ছবিতেও তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বলা যায় এসব ছবির চরিত্রগুলোর মধ্যে হারিয়ে গেছেন ব্যক্তি বুবলী। এই সুবাদে তার মধ্যে ক্রমশ গড়ে উঠছে এক অভিনেত্রী বুবলীর সত্তা। মাত্র কয়েক বছর আগেও একজন সংবাদ পাঠিকা হিসেবে চলচ্চিত্র শিল্পের কাছে তিনি ছিলেন অন্য কেউ একজন। এখন তিনি এখানে অন্য থেকে হয়ে উঠছেন অনন্য। অন্যান্য ছবিতে বুবলীর অভিনয় নিয়ে তেমন বলার কিছু না থাকলেও পাসওয়ার্ড ছবিতে বুবলীর অভিনয়ে দেখা গেছে ব্যাপক উত্তরণ। তবে বুবলীকে নিয়ে সমস্যা হলো তিনি এখনো শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে কাজ করেননি। কথায় আছে বটের ছায়ায় আরেক বট গাছ কখনো দাঁড়ায় না। বুবলীর ক্ষেত্রেও সেটা হয়তো ঘটতে পারে।
এছাড়া একক শিল্পী হিসেবে অর্থাৎ একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বুবলী কতোটা একটি ছবি টেনে নিতে পারবেন সেটাও এখনো প্রমাণিত হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে অপু বিশ্বাসও সেটা প্রমাণ করতে পারেননি। যেসব নায়িকারা এককভাবে ছবি টেনে নেওয়ার ক্ষমতা রাখেন তাদের সঙ্গে শাকিব খানের ছবি দু’একটি মাত্র। বলা যায় তার বাজার কাটতি প্রভাব তৈরি হওয়ার পর শাকিব নিজেই সেই সব নায়িকাদের এড়িয়ে গেছেন। এজন্য বলা যায় বুবলীর ক্যারিয়ার এখন একটা সন্ধিক্ষণে অবস্থান করছে। টিকে থাকতে হলে তাকে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি নিজেকেও প্রমাণ করতে হবে।
পিবিএ/জেআই