ঝিনাইদহে মুয়াজ্জিনের মাথা বিচ্ছন্ন লাশ উদ্ধার

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের সোহেল রানা (২৫) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশের গলা থেকে মাথা আলাদা এবং পুরুষাঙ্গ কর্তন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে পুলিশ লাশ তার লাশ উদ্ধার করেছে। সোহেল রানা কালীগঞ্জ পৌরসভার চাপালী জামে মসজিদের মোয়াজ্জিম ছিলেন এবং কোটচাদপুর উপজেলার লক্ষিকুন্ডু গ্রামের বখতিয়ার রহমানের ছেলে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কান্তি দাস পিবিএ’কে জানান, বানিয়াবহু গ্রামের মাঠে একটি পাট খেতে এক ব্যক্তির জবাই করা দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশটি চাপালী গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন সোহেল রানার বলে তার পরিবারের পক্ষ থেকে সনাক্ত করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কি কারণে এ হত্যা কান্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় এখনো মালা হয়নি।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...