পিবিএ’তে সংবাদ প্রকাশিত হওয়ার পর আর্থিক অনুদান ও ভাতা কার্ড পেলেন পঙ্গু ভিক্ষুক

পিবিএ রিপোর্ট: বার্তা সংস্থা পিবিএ’সহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হওয়ার পর আর্থিক অনুদান ও ভাতা কার্ড পেলেন পঙ্গু ভিক্ষুক আব্দুল হাকিম(৬৫)।

গত ১৩-০৬-১৯ ইং তারিখে “ ভিক্ষার টাকায় চলে পঙ্গু আব্দুল হাকিমের সংসার” এই শিরোনামে গণমাধ্যমে একটি নিউজ প্রকাশ হয়। নিউজ প্রকাশের একদিন পরেই নিউজটি নজরে আসে নাটোর জেলা প্রশাসক মো.শাহরিয়াজ এর। জেলা প্রশাসকের নির্দেশে সেই পঙ্গু ভিক্ষুক আব্দুল হাকিমের হাতে ৩ হাজার টাকা ও একটি পঙ্গু ভাতা কার্ড তুলে দিয়েছেন গুরুদাসপুর উপজেলা প্রশাসন।


মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে পঙ্গু আব্দুল হাকিমের হাতে আর্র্থিক অনুদান ও ভাতা কার্ড তুলে দেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন, মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মো.মোস্তাফিজুর রহমান,কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.মিল্টন উদ্দিন,সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি রাশিদুল ইসলামসহ প্রমুখ।

উল্ল্যেখ, বিগত পাঁচ বছর আগেও ভিক্ষুক পঙ্গু আব্দুল হাকিম চলাফেরা করতে পারতো। তার সংসারও ভালই চলতো। হঠাৎ করেই একটা দুর্ঘটনায় দুই পা অকেজো হয়ে যায় আব্দুল হাকিমের। তারপর থেকেই তিনি চলাফেরা করতে পারেনা এবং তার সংসারও ভাল চলেনা। বাধ্য হয়েই উপজেলার কাছিকাটা টোলপ্লাজার মহাসড়কে বসে তিনি ভিক্ষা করতেন। কেউ কখনও কোন ভাতা কার্ড করে দেয়নি। আজকে তিনি আর্থিক অনুদান ও ভাতা কার্ড পেয়ে অনেক খুশি।

ভিক্ষুক পঙ্গু আব্দুল হাকিম পিবিএ’র সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে বললেন, বেঁচে থাকো বাবা। দোয়া করি তোমার যেন ভাল কিছু হয়। তোমার মাধ্যমেই আমি কিছু পেলাম। এখন আমি আর ভিক্ষা করবো না। পঙ্গু আব্দুল হাকিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাটোর জেলা প্রশাসকের প্রতি এবং গুরুদাসপুর উপজেলা প্রশাসনকেও।

আরও পড়ুন...