এসপি’র বদলী প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামের মানববন্ধন

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম পিপিএম’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করা হয়।


মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের সাধারণ জনগণের ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ রীতা রানী দেব, প্রভাষক রেজাউল ইসলাম, ইউসুফ আলী, আবু বক্কর, শিক্ষার্থী লতা প্রমুখ।
বক্তারা শিক্ষানুরাগী ও বিভিন্ন উন্নয়নমূলক অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেয়ার দাবিতে বদলীর আদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৩ জুন ২১জন পুলিশ সুপারকে বদলির আদেশ প্রদান করা হয়। এতে কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম পিপিএমকে ঢাকায় এন্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার মহিবুল ইসলাম খান বিপিএম কুড়িগ্রামে পুলিশ সুপার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...