পিবিএ,নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামে একটি পাটক্ষেত থেকে ১৮ জুন মঙ্গলবার সকালে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃতরা হলেন,পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার জিকারপুর পশ্চিম বিল্লা গ্রামের জাকির হোসেন (১৪) এবং ইমন (১৬)।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম পিবিএ’ক জানান, সকালে ইসবপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে লাশগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাদেরকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশগুলো নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/বিএ/হক