পিবিএ, সাভার: সাভারের আশুলিয়ায় বর্মি ও মলম পার্টি চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব-৪ এর সদস্যরা । এসময় তাদের নিকর্ট থেকে ব্যবহৃত ছুরি, মলম, বেল্ড, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ।
আটককৃতরা হলেন, রবিউল ইসলাম (৫৫) ,রোমান হোসেন (২৭),তৌফিকুল ইসলাম রানা (৩৬),রাসেল হোসেল (২৭),তোয়াজ আলী(৩০), রাসেল মিয়া(৩৫),আজিজুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম(৩৫),রাসেল হোসেন হিরা (৩০),মশিউর রহমান(৪৫),জাকির হোসেন (৪০)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সাভারের আশুলিয়ায় বলিভদ্র এলাকায় র্যাবের একটি টিম অভিযান চালায় । এসময় বর্মি ও মহলপার্টি এবং ছিনতাইয়ের কাজে জড়িত একটি চক্রের ১১ সদস্যকে আটক করে । পরে সকালে আশুলিয়া থানায় তাদের কে হস্তান্তর করে র্যাবের সদস্যরা ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম পিবিএ’কে জানান, বাসে বর্মির ভান করে সুযোগ মত যাত্রীদের পকেট হাতিয়ে নিতেন ওই চক্রটি । তবে আব্দুল্লাহপুর-বাইপাইল,নবীনগর- চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে চক্রটি বিভিন্ন সময় ছিনতাই কাজেও জড়িত ছিলেন । তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা । এবিষয়ে আশুলিয়া থানায় র্যাব-৪ এর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে ।
পিবিএ/এলএ/জেডআই