বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ

পিবিএ,কুড়িগ্রাম: বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক কুড়িগ্রাম জেলায় দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/সংগঠকদের অনুকূলে সোয়া ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষেঅনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, সদর ইউএনও নিলুফা ইয়াছমীন, জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার মো: শাহজাহান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম টুকু, কাজিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ২১ জনকে ১৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...