দীঘিনালায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

পিবিএ, দীঘিনালা,খাগড়াছড়ি: খাগড়াছড়ি দীঘিনালায় সরকারে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি স্থানীয় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ও কী নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মোহাম্মদ চাহেল তস্তরি। প্রধান আলোচক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ কাসেম। এতে বক্তরা বলেন,সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতি অঙ্গনে বায়লাদেমের ভাবমুর্তি উজ্জল করেছে।

আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহনকারীগণ ১০ জন করে গ্রুপে বিভক্ত হয়ে অগ্রাধিকার সূচকের বিপরীতে স্থানীয় করনীয় নির্ধারন করেন এবং উপস্থাপনা করেন। এতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক অংশনেয়।
পিবএ/এসআর/হক

আরও পড়ুন...