পিবিএ,যশোর: যশোরের মণিরামপুরে কণিকা চক্রবর্তী (৫০) নামে নারীকে হত্যার পর গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে ওই নারীর পুত্র ও পুত্রবধুর বিরুদ্ধে।
এ ঘটনার পর পুত্র ও স্ত্রী সকলেই পলাতক রয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার তেলীকুড় গ্রামে।নিহত কণিকা তেলীকুড় গ্রামের কার্ত্তিক চক্রবর্তীর স্ত্রী।পুলিশ লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কণিকার ভাই অশোক মজুমদার অভিযোগ করেন,এক বছর আগে তার ভাগ্নে আশীষ চক্রবর্তীকে ও ভাগ্নে বউ সোমা চক্রবর্তী তার বোন কণিকার ওপর শারীরিক ও মানষিক নির্যাতন করতো।সোমবার বিকেলে তারা দু’জনে কণিকাকে শ্বাসরোধে হত্যা করে গলায় শাড়ি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার সংবাদ প্রচার করে।মৃত্যুর খবর শুনে আমি ও অন্যান্যরা তার বাড়িতে গেলে আশীষ ও সোমা তাদেরকেও নানা হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
মণিরামপুর থানার এসআই শাহ জলিলুর রহমান রাতে লাশ উদ্ধার করেন এবং মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।আশীষ চক্রবর্তী যশোর শহরের বঙ্গবাজারে একটি ফার্মেসিতে চাকরি করেন।সেখানে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।পুত্র ও পুত্রবধূ দুইজনই পলাতক রয়েছে।
পিবিএ/কেএইচ/হক