বিশাল মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক বানচাল করল ইরান

পিবিএ ডেস্ক: ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা। আজ (মঙ্গলবার) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী বিভাগের পরিচালক জানান, তার বিভাগ এমন উন্নত কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যার কারণে যেকোনো গুপ্তচর নেটওয়ার্ককে চিহ্নিত ও বানচাল করা সম্ভব। তিনি বলেন, যেকোনো গুপ্তচর নেটওয়ার্কের ওপর ইরানি গোয়েন্দাদের পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রাধান্য রয়েছে।

ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, তার দেশের গোয়েন্দা বাহিনী সাইবার জগতে আমেরিকার সেইফ সিস্টেমের ভেতরে ঢুকেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা স্বীকার করেছে যে, তাদের গুপ্তচরেরা বিপদের মুখে পড়েছে এবং তারা তাদেরকে প্রত্যাহার করেছে। ইরানসহ আরো কয়েকটি দেশে এসব গুপ্তচর কাজ করছিল।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...