ব্রাজিলকে আটকে দিলো ভেনেজুয়েলা

পিবিএ স্পোর্টস ডেস্ক: প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল। দখলেও ছিল বল। একের পর এক আক্রমণ হচ্ছিল প্রতিপক্ষের জালে। কিন্তু সেই আক্রমণ কার্যকরী ছিল না। ফলে যা হওয়ার তাই হলো। ব্রাজিলের মত দলকে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করতে হলো।

বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচটি হয়। এতে মুখোমুখি হয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ম্যাচটি ড্র হওয়ায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপের টেবিলে প্রথমে আছে ব্রাজিল।

নেইমারকে ছাড়াই কোপার নবম শিরোপার মিশনের শুরুটা জয় দিয়ে হয় ব্রাজিলের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০তে হারিয়েছিল স্বাগতিকরা। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখেতে পারেনি কৌতিনহো-ফিরমিনোরা।
পিবিএ/বাখ

আরও পড়ুন...