পিবিএ স্পোর্টস ডেস্ক: ব্রাজিল তারকা নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ ও ফরাসি গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে। এবার সে গুঞ্জনকে আরও জোরদার করেছেন পিএসজি ফরোয়ার্ডটির সাবেক সতীর্থ লুই সুয়ারেজ ও বার্সেলোনা মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
পিএসজি দুই মৌসুম আগে বেশ নাটকীয়তার শেষে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিলো। এক মৌসুম না ঘুরতেই তার বার্সেলোনায় ফেরার খবর চাউর হয়েছিলো ফরাসি সংবাদ মাধ্যমে। তবে তখন বার্সেলোনার খেলোয়াড় ও বোর্ড তাতে বিন্দুমাত্র আগ্রহও দেখায়নি। পরিস্থিতিতে ভূয়সী পরিবর্তন আসে গেল মে মাসে লিভারপুলের কাছে বার্সেলোনার ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেবার পর।
ফ্রান্স ও স্পেনের সংবাদ মাধ্যমে আবারও নেইমারের বার্সায় ফেরার জোর গুঞ্জন শুরু হয় এবং এখন পর্যন্ত ঘটনাপ্রবাহ সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন দলে কোনো প্রকারের তারকা মনোভাবাপন্ন খেলোয়াড়কে সহ্য করবে না তার দল। এরপর আসে সাবেক সতীর্থ সুয়ারেজ ও বার্সা মিডফিল্ডার ভিদালের উক্তি। বার্সেলোনার চিলিয়ান মিডফিল্ডার ভিদাল নেইমারের বার্সায় ফেরা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বলেন, ‘ব্যাপারটা খুব ভালোই হবে। তাকে এখনো বার্সেলোনায় সবাই অনেক পছন্দ করে।’
নেইমারের সাবেক সতীর্থ সুয়ারেজকেও এ ব্যাপারে বেশ ইতিবাচকই শোনালো। তিনি বলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড় মেসি ও দ্বিতীয় সেরা নেইমারের সঙ্গে ক্যারিয়ারের সেরা একটা বছর কাটানোর জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি আমি। এটা আমার জীবনের সেরা একটা মুহূর্ত ছিল। সেবার আমরা ট্রেবল জিতেছিলাম। নেইমারের মত খেলোয়াড়ের পাশে কে খেলতে চাইবে না?’
তবে পিএসজি ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চাইলে আর্থিক দিক থেকে কিছুটা টানাপোড়েনে পড়তে হতে পারে বার্সেলোনাকে। সেক্ষেত্রে তার জন্য ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি বার্সেলোনা তাদের বর্তমান খেলোয়াড় ইভান রাকিটিচ, স্যামুয়েল উমতিতি কিংবা উসমান দেম্বেলের একজনকে চুক্তিটিতে জুড়ে দিতে পারে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো।
পিবিএ/বাখ