পিবিএ ,ডেস্ক: ১৮৫০ সালে পশ্চিমা আলোকচিত্রীদের একটি দল চীনের ভুখন্ডে প্রবেশ করে সে দেশের ভুদৃশ্য, নগর ও মানুষের ভিবিন্ন আলোকচিত্র সংগ্রহ করে। তাদের মধ্যে ইতালীয় আলোকচিত্রী ফেলিস বিটাও এর কিছু চিত্রী প্রথমবারের মতো বেজিংয়ে প্রকাশ করা হয়েছে।
ছবি গুলো বিশেষ ভাবে ঐ সময় তৈরি করা হয়। বিশেষ এক প্রকার কাগজের মধ্যে ডিমের সাদা অংশ ব্যবহার কর হয় । কাগজ গুলোকে রাসায়নিক ব্যবহার করে অন্ধকার ঘরে গ্লাসের প্লেটে নেগেটিভগুলোর প্রক্রিয়া করা হয়। সূত্র: সিএনএন
পিবিএ/বাখ