পিবিএ,ঢাকা: নিজের ফেসবুক আইডি হাওয়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানাই। আজ বুধবার(১৯ জুন) সকালে ‘সানাই মাহবুব’ নামে এক ফেসবুক আইডি থেকে ৭ মিনিটের এক লাইভ ভিডিও এর মাধ্যামে এই অভিযোগ করে সানাই বলেন, আমার ২০ টি ফেসবুক আইডি চলে গেছে , বুঝলাম না আমার এই আইডি গুলো কেন হাওয়া হয়ে যাচ্ছে। আমি জিডিও করে ছিলাম কিন্তু কোন আইডিই ফেরত পাইনি। জানিনা কি কারণে একদল হ্যাকার গ্রুপ আমাকে ফেসবুক চালাতে দেয় না। দুই তিন মাসের বেশি আমি কোন ফেসবুক আইডি ব্যবহার করতে পারি না।
সানাই আরো বলেন, অনেকে আমাকে ম্যাসেজ দিয়ে জানতে চেয়েছেন, এই ফেসবুক আইডিটি আমার কিনা? আসলে আমি এই ফেসবুকে বেশি একটিভ না। কারণ আমি কোন আইডিই বেশি সময় চালাতে পারি না। এই ভয় থেকেই এতো বেশি চালাতে চাই না। যেটা থাকবে না সেটা চালিয়ে লাভ কি, পরিশ্রম করে লাভ কি, আমার অনেক অনেক ফ্যান হওয়ার পর তা হারিয়ে যাচ্ছে। তাই ফেসবুক আইডির প্রতি মায়া করে লাভ নেই।
ফেসবুক বন্ধুদের ভিডিও ও অডিও কল করা নিয়েও বিরক্ত হয়েছেন সানাই। তিনি লাইভ ভিডিওতে অভিযোগ করে বলেন, কারো অনুমতি না নিয়ে ভিডিও অডিও কল দেয়া অনেক বিরক্তের । অনেক সময় বিরক্ত হয়ে আমি অনেককে ব্লক করে দেই।
তাছাড়া নিজের সিনেমা নিয়েও কথা বলেন সানাই । তিনি বলেন, কিছু প্রবলেমের কারণে ছবি রিলিজ হচ্ছে না। তবে কোরবানির ঈদের আগেই ছবিগুলো মুক্তি পাবে বলে লাইভ ভিডিওতে তিনি আশা প্রকাশ করেন।
পিবিএ/বাখ