পিবিএ স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৬ রানে অলআউট হয়ে লজ্জাজনক রেকর্ড গড়েছে মালি। এই ৬ রানের ৫ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। সর্বসাকল্যে ব্যাটসম্যানদের সংগ্রহ ১ রান। মঙ্গলবার রুয়ান্ডার কিগালির একটি স্টেডিয়ামে খেলতে নামে মালি। যেখানে দলটিকে এই লজ্জায় মিশিয়ে দিয়েছেন স্বাগতিকরা। কিবিবুকা নারী টুর্নামেন্টে প্রথমে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকেন মালির ব্যাটসম্যানরা। সব মিলিয়ে তারা ক্রিজে স্থায়ী হন ৯ ওভার। এ সময়ে সংগ্রহ করেন ৬ রান। তাতে ৫ রানই অবদান মিস্টার এক্সট্রার।
‘অমূল্য’ ১ রান আসে মারিমা সামার উইলো থেকে। বাকি ১০ জনই ‘ডাক’ মেরেছেন। এদের কেউই রানের খাতা খুলতে পারেননি। জবাব দিতে নেমে মাত্র ৪ বলেই জয়ের বন্দরে নোঙর করে রুয়ান্ডা।
এর আগে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল চীনের। চলতি বছরের শুরুতে ব্যাংককে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১৪ রানেই গুটিয়ে যায় দলটি।
পিবিএ/বাখ