বাল্য বিয়ের দাওয়াতে অংশ নিলেও সে অপরাধী : ইউএনও মাইকিং


পিবিএ,গুরুদাসপুর(নাটোর): নাটোরের গুরুদাসপুরে বাল্য বিবাহের উপর প্রচার মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন গুরুদাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন। বুধবার সকাল ৯ টায় গুরুদাসপুর উপজেলা চত্বর থেকে গুরুদাসপুর উপজেলার পৌর সদর ও ৬ টি ইউনিয়নের জন্য ৭টি অটোভ্যান যোগে প্রচার মাইকিং বের করা হয়। প্রচার মাইকিংয়ের সাথে দেওয়া হয় বাল্য বিবাহ বিরোধী লিফলেট।

প্রচার মাইকিং ও লিফলেটে উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের ঘোষণায় বলা হয়েছে, প্রিয় গুরুদাসপুরবাসী, আসসালামুআলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিবাহের জন্য ছেলেদের নুন্যতম বয়স ২১ বছর এবং মেয়েদের জন্য ১৮ বছর। ১৮ বছরের কম বয়স্ক মেয়ে এবং ২১ বছরের কম বয়স্ক ছেলের বিবাহ বাল্য বিবাহ হিসেবে বিবেচিত হয়। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনগতভাবে দন্ডনীয় অপরাধ। যে বাল্যবিবাহ করবেন, যিনি বাল্যবিবাহ পড়াবেন এবং বাল্যবিবাহের দাওয়াতে অংশ নিবেন তারা সকলেই অপরাধী এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে সবার শাস্তির বিধান রয়েছে।

কোন স্থানে বাল্যবিবাহের কথা জানামাত্র উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কতা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করুন।

মনে রাখবেন, প্রাপ্ত বয়স্ক কেউ বাল্যবিবাহ করলে তিনি অনাধিক(২) দুই বৎসর কারাদন্ড বা অনাধিক ১ লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। আসুন সকলে মিলে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসি। বাল্যবিবাহকে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি। গুরুদাসপুর উপজেলায় বাল্য বিবাহ সংক্রান্ত যেকোন খবর জানামাত্র-০১৭৩১৫-১৭১৩৫৪ এই নাম্বারে যোগাযোগ করুন।

পিবিএ/এনএইচএন/জেডআই

আরও পড়ুন...