পিবিএ,নাটোর: নাটোরের সিংড়ায় আছের আলী (৪৫)নামের এক কৃষকের জবাই করা মরদেহ উদ্ধার । বুধবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কৈডালা শ্মশানঘাট এলাকা থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহত আছের আলী একই উপজেলার তারাই গ্রামের রবিয়া প্রামানিকের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুল ইসলাম ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় আছের আলী প্রতিদিনের মত তারা বাজারে যায়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোন খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে কৈডালা শ্মশানঘাট এলাকা এলাকাবাসী জবাই করা একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছের আলীর মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের পরিবারের স্বজনরা মরদেহটি আছের আলীর বলে সনাক্ত করে।
পরে পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা কেই আছের আলীকে ডেকে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। হত্যর কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনা সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
পিবিএ/আরআই/হক