পিবিএ ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্পে ১৩ জন নিহত এবং ১৯৯ জন আহত হবার সংবাদ পাওয়া গেছে। ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত প্রায় ৮ হাজার মানুষকে অন্যস্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ১২ হাজার বাড়িঘর বিধ্বস্ত এবং ৭৩টি দালান ভেঙ্গে পড়েছে। সরকারের প্রচারিত সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিদ্যুতের খুঁটি রাস্তার উপর পরে আছে । ঘর গুলো ভাঙ্গা অবস্থায় আছে। পাহাড়ের বড় বড় পাথর পরে রাস্তা বন্ধ হয়ে আছে।
সূত্র: এএফপি