প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আল-মামুন,খাগড়াছড়ি : “দু’কর্মচারীর লাগামহীন দূর্নীতি: গড়েছেন সম্পদের পাহাড়” “দুইকর্মচারীর অবৈধ সম্পদের পাহাড়! শিরোনামে গত ১০-১১ই মে ২০১৯ নিউজ এজেন্সি পিবিএ,ম্যাগাজিন অপরাধ জগত, বেশ কয়েকটি অনলাইন ও জাতীয় দৈনিক সকালের সময়,স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

আমি আলাউদ্দিন চট্টগ্রাম বিএফডিসি ও মুকিত বিন নুর রাঙ্গামাটি বিএফডিসিতে কর্মরত আছি। প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। মুলত অভিযোগকারীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের দুজনের চাকরীর ক্ষতি ও মিথ্যা অভিযোগ এনে আমাদের সম্মানহানী করার চেষ্টা করছে। মুলত বিএফডিসির নির্বাচনে আমাদের প্রতিপক্ষগ্রুপ কৌশল করে মিথ্যা-ভীতিহীন অভিযোগ এনে বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে সাংবাদিকরা আমাদের বক্তব্যসহ বিষয়টি প্রচার করেছেন। সংবাদের নিচের অংশ তা উল্লেখ রয়েছে।

আমরা কোন ধনের অনিয়মের সাথে জড়িত নই। মুলত সাংবাদিকদের মিথ্যা ও ভীতিহীন তথ্য দেওয়া হয়েছে। তাই ষড়যন্ত্রকারীদের ভীতিহীন মিথ্যা তথ্যের ফলে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। (আলাউদ্দিন ও মুকিত বিন নুর)

প্রতিবেদকের বক্তব্য: অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী,অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংবাদ প্রচার করা করা হয়েছে। এতে মিডিয়াকর্মীদের ব্যক্তিগত কোন তথ্য নেই। তাই অভিযুক্ত আলা উদ্দিন ও মুকিত বিন নুর এর প্রতিবাদটি উপরে উপস্থাপন করা হলো।


আলাউদ্দিন

মুকিত বিন নুর

পিবিএ/হক

 

আরও পড়ুন...