মেহেরপুরে আ.লীগ বিএনপি সংঘর্ষে আহত ১০

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামে জমি দখল নিয়ে বুধবার দুপুরে আ.লীগ ও বিএনপির মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ ১০জন আহত হয়েছে। ৩জনকে আটক করেছে পুলিশ।

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০
স্থানীয়রা জানান,কাজীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ স্বপন ও তার চাচাতো ভাই কাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য খলিলুর রহমানের লোকজনের মধ্য শরিকানা জমি দখল নিয়ে সংঘর্ষ বাধে। বুধবার সকালে আব্দুর রউফ স্বপন তার লোকজনকে নিয়ে খলিলুর রহমানের বাড়ির জমি দখল করতে যান। এনিয়ে দু’পক্ষের লোকজনের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় কয়েকজন নারীসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের মধ্য ১জন গুরুতর আহত হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা সামান্য আহত হওয়ায় তাদের স্থানীয়ভাবে চিকিৎসাধীন দেয়া হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করেছে।

আ.লীগ নেতা আব্দুর রউফ স্বপন পিবএকে জানান,আমাদের শরিকারা জমি খলিলুর রহমান ও তার আপন ২ ভাই দীর্ঘ বছর যাবত দখল করে আসছেন। ওই জমি দখল করতে গেলে,আমরা হামলার শিকার হয়।
এদিকে বিএনপির নেতা খলিলুর রহমান পাল্টা অভিযোগ কওে পিবিএ’কে জানান,আমরা ৩ ভাই দীর্ঘ বছর যাবত নিজের নামে রেজিষ্ট্রি জমির উপর বসবাস করে আসছি। কিন্তু আব্দুর রউফ স্বপন ক্ষমতাশীল দলের নেতা হওয়ায় অবৈধভাবে জমি দখল করতে আসে। এ সময় বাধা প্রদান করতে গেলে,তার লোকজন আমার বাদি-ঘর ভাঙচুর করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটিদল পরিস্থিতি শান্ত করে। পরে পরিস্থিতি মোকাবেলার স্বার্থে ঘটনাস্থল থেকে কয়েকজনকে থানায় নেয়া হয়েছে।

পিবিএ/জিএসএস/হক

আরও পড়ুন...