খুলনার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামীর মৃত্যু

 

পিবিএ, ঢামেক: খুলনার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মোজাহার আলী শেখ (৭২) বুধবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০২ নম্বর মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

কারাগার সুত্র জানায়, চলতি মাসেন ১৩ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। তার বাড়ি খুলনা বটিয়াঘাটা বারোরিয়া গ্রামে। মানবতাবিরোধী অপরাধ মামলার হাজতী ছিলেন তিনি। (হাজতী নং ১৫৪২১/১৭)। এরআগে ১৭ সালের ৩০ এপ্রিল খুলনা কারাগার থেকে হাজিরার জন্যয ঢাকায় আনা হয় তাকে। এরপর কয়েক দফায় ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে তাকে।

পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...