অবশেষে উদ্ধার হলো ময়মনসিংহে নিখোঁজ যমজ ৩ বোন

পিবিএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যমজ তিনবোনকে উদ্ধার করা হয়েছে। তারা পরিবারের সাথে অভিমান করে তাদের প্রেমিকদের হাত ধরে পালিয়েছিল। উদ্ধারকৃতরা হলো- আবিদা সুলতানা পপি (১৫), শাহানা সুলতানা সুমা (১৫) ও রেজিয়া সুলতানা চম্পা (১৫)। এদের মধ্যে দু’জন সুমা ও চম্পা দুই ছেলের সাথে প্রেম করতো। তাদের প্রেমিকদের নাম মুন্না ও মাসুদ রানা। তারা তাদের প্রেমিকদের সাথে পালানোর সময় ছোট বোন পপিকেও সঙ্গে করে নিয়ে যায়।

এ ঘটনায় কথিত দুই প্রেমিক মুন্না মিয়া ও মাসুদ রানাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

নিখোজের তিনদিন পর ১৭ জুন সোমবার শেরপুর থেকে প্রথমে উদ্ধার করা হয় ছোট বোন আবিদা সুলতানা পপিকে। পরে তার দেয়া তথ্যমতে মঙ্গলবার (১৮ জুন) রাতে আরও দুইবোনকে ঢাকা থেকে উদ্ধার করে ডিবি পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন।

বুধবার (১৯ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে।

দুপুরে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, মুলত পরিবারের প্রতি ক্ষোভ এবং সুমা ও চম্পা তাদের প্রেমের কারণে তারা প্রেমিকের সাথে পালিয়ে যায়। যদিও পরে থানায় নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ আইনে মামলা দায়ের যমজ তিনবোনের পিতা আ: রহমান।

পুলিশ সুপার জানান, বিষয়টি যেহেতু চাঞ্চল্যকর তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে। এবং কথিত প্রেমিক মুন্না মিয়া, মাসুদ রানাসহ এ কাজে সহযোগিতা করা ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

গেলো ১৪ জুন রাতে ফুলপুর উপজেলার নিজ বাড়ি থেকে নিখোজ হন যমজ তিনবোন। তারা উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...