পিবিএ,টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলি সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ১০ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি নদীতে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ও মো: আল মামুন।
ম্যাজিস্ট্রেট পিবিএ’কে জানান, পৌলি সেতুর পাশ থেকে অবৈধভাবে সরকারি জায়গা থেকে এলেঙ্গা কন্সট্রাকশন ও ডিএনকো কোম্পানী বালু উত্তোলন করে আসছিলো। এরইধারাবাহিকতায় আমরা সেখানে গিয়ে সত্যতা পাই এবং মোবাইল কোট পরিচালনা করি। এসময় এলেঙ্গা কন্সট্রাকশনকে ৭ লাখ টাকা এবং ডিএনকো কোম্পানীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে এলেঙ্গা কন্সট্রাকশন ও ডিএনকো কোম্পানীর কর্মকর্তার ভবিষৎতে পৌলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে একটি মুচলেকা দিলে ৫টি ড্রাম ট্রাক, দুটি মোটরসাইকেল ও আটককৃত তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
পিবিএ/এমআর/হক