পিবিএ ডেস্ক: কেউ দেখলেই জানতে চায় কত দিন ঘুম হয়না, চোখের নিচে কালি পড়েছে কেন? এই প্রশ্নে বিব্রত হন অনেকেই, পথ খোঁজেন এই কালো দাগ থেকে মুক্তি পাওয়ার।
অনেক কিছু করেও যদি চোখের চারপাশের কালো দাগ দূর না হয়ে থাকে। তবে চেষ্টা করে দেখুন পুদিনা পাতার প্যাক দিয়ে। খুব অল্প সময়েই পার্থক্য বুঝতে পারবেন।
জেনে নিন সেই রহস্য উপকরণ ও প্যাকের ব্যবহার:
অর্ধেক টমেটো, ১৫-২০টি পুদিনা পাতা, এক চা চামচ লেবুর রস ও সামান্য লবণ একসঙ্গে ব্লেন্ড করে নিন।
মিশ্রণটি চোখের নিচে পুরু করে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।
একটি আলু খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর আলু ও পুদিনা পাতা ব্লেন্ড করুন। তুলা ভিজিয়ে চোখের ওপর রেখে দিন ২০ মিনিট।
সপ্তাহে তিন থেকে চার দিন যদি এই প্যাক লাগালে ধীরে ধীরে চোখের চারপাশের কালো দাগ দূর হবে। তবে নিয়মিত যন্ত্রের সঙ্গে পর্যাপ্ত ঘুমাতেও হবে। বাইরে যাওয়ার সময় অবশ্যই সানগ্লাস ও ছাতা সঙ্গে রাখুন।
পিবিএ/এমএসএম