যুক্তরাষ্ট্রে ৭২ শতাংশ ভারতীয় প্রবাসীই অবৈধ

পিবিএ ডেস্ক: বিগত সাত বছরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী ভারতীয়দের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সাল থেকে ২০১৭ সালের মধ্যেই ৩৮ শতাংশ বেড়েছে। আর দেশটিতে বসবাসকারী মোট ভারতীয় অনুপ্রবেশকারীদের ৭২ শতাংশই অবৈধ। সম্প্রতি সাউথ এশিয়ান অ্যাডভোকেসি গ্রুপের করা সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে।

এখন প্রায় ছয় লাখ ৩০ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। যাদের কাছে দেশটিতে বসবাস করার মতো প্রয়োজনীয় কাগজপত্র নেই।

এর মধ্যে আড়াই লক্ষ ভারতীয়ের ভিসার মেয়াদ ফুরিয়েছে ২০১৬ সালেই। তারপরেও সেদেশেই বহাল তবিয়তে রয়ে গেছেন তারা। তবে শুধু ভারতীয়ই নয়, এভাবেই অবৈধ ভাবে রয়ে গেছেন অনেক নেপালিও। ২০১০ সাল থেকে সেই সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ। ভুটানিদের সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ, পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হার ৩৩ শতাংশ, বাংলাদেশি রয়েছেন ২৬ শতাংশ ও শ্রীলঙ্কার বাসিন্দারা রয়েছে ১৫ শতাংশ হারে।

অবৈধভাবে দেশেটিতে যাওয়া বাংলাদেশিদের বেশিরভাগের বসবাস নিউইয়র্কে। সেখানে প্রায় ১৯ হাজার বাংলাদেশি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া বসবাস করছেন। মিশিগানে ৪০০০ হাজার, ভার্জিনিয়ায় ৩০০০ এবং ক্যালিফোর্নিয়ায় ২০০০ বাংলাদেশির বসবাস।

এর আগে, ভারতীয়দের সতর্কবার্তা দেয় আমেরিকা। উপযুক্ত নথি ছাড়া যুক্তরাষ্ট্রে এলেই জেলে যেতে হবে বলে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সতর্কবার্তা ইতিমধ্যেই বাস্তব হয়েছে। বেআইনি পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিয়োগে আমেরিকার বিভিন্ন জেলে আটক কমপক্ষে ৯৪ ভারতীয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...