পিবিএ ডেস্কঃ ২০১৮ সালের শুরুতেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ। প্রতিভা দেখিয়ে তরুণ ক্রিকেটারদের ‘বড়দের’ কাতারে উঠে আসার জন্য খুবই গুরুত্বপূর্ন আসর এটি।
তবে কিছু ক্রিকেটার আছেন, যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এক দেশের হয়ে খেললেও বর্তমানে খেলছেন আরেক দলের হয়ে। এরকম কয়েকজন ক্রিকেটারদের বিবরণ নিম্নরূপঃ-
ইমরান তাহির: দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ১৯৯৮ সালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় যান। ৩৮ বছর বয়সী এই লেগস্পিনার পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে খেলেন এবং এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।
ইয়ন মরগান: ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টুয়েন্টি অধিনায়ক মরগানের ক্যারিয়ার শুরু হয়েছিলো আয়ারল্যান্ডের হয়ে। ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে খেলেছিলেন ৩১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
গ্রান্ট এলিয়ট: ৩৮ বছর বয়সী এলিয়ট বর্তমানে নিউজিল্যান্ডের হয়ে খেললেও এই অলরাউন্ডার ১৯৯৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন।
কলিন ডি গ্র্যান্ডহোম : নিউজিল্যান্ড দলের আরেক অলরাউন্ডার গ্র্যান্ডহোমের জন্মও জিম্বাবুয়েতে। আর তাই ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এমনকি জিম্বাবুয়ের ‘এ’ দলের হয়েও খেলার অভিজ্ঞতা আছে তার।
পিবিএ/এমএস