পিবিএ, টাঙ্গাইল: বাংলাদেশের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান “সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড” এর সৌজন্যে “মেসার্স ব্রাদার্স কর্পোরেশন” এর ব্যবস্থাপনায় বার্ষিক রিটেইলার পুনর্মিলনী ও পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের কালিবাড়ী রোডস্থ আলী কমপ্লেক্সের ৩য় তলায় ফুলি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডের সিএমও গৌতম চ্যাটার্জী।
সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড টাঙ্গাইল শাখার রিজিওনাল সেলস্ ম্যানেজার মো: আমিনুল আলম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জিএম সৈয়দ মনিরুল ইসলাম, এসএম এ্যাডমিন মোতাহের হোসেন, সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডের এজিএম মো: ওমর ফারুক, মের্সাস ব্রাদার্স কর্পোরেশনের স্বত্ত্বাধীকারী মো: শাহজাহান মিয়া।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড টাঙ্গাইল শাখার এরিয়া সেলস্ ম্যানেজার মো: মনোয়ার হোসেন ও টেরিটরী সেলস্ ম্যানেজার মো: আসাদুজ্জামান রাসেল।
অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পিবিএ/এমআর/হক